তিনটি ছড়া / মফিজুল ইসলাম খান

০১। কিসের ব্যথা

আজ সকালে গাছের ডালে
গায়নি পাখি তালে তালে
শিশির ভেজা পত্রপুটে
কিসের ব্যথা রইলো ফুটে ।

০২। কালো ময়নার ছা

কালো ময়নার ছা
গয়না ভরা গা
কয়না কথা লাজে
সকাল দুপুর সাঁজে ।

০৩। কোকিলের বিয়ে

কোকিল ডাকে কুহুকুহু
ফাগুন মাসে বিয়ে
পালকি যাবে দুলকি তালে
সাজনাতলা দিয়ে ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *