জনতা অশান্ত

লজ্জা কতটা হারালে
বলব তাকে নির্লজ্জ,
আব্রু কতটা নগ্ন হলে
বলব তাকে উলঙ্গ ?

অঙ্গ কতটা বিকল হলে
বলব তাকে বিকলাঙ্গ,
কুল কতটা হারালে তবে,
বলব তাকে কলঙ্ক ?

মৌল থেকে কতটা সরলে
বলব তাকে অপদার্থ,
পাষাণ কতটা হলে পরে
বলব তাকে পাষণ্ড?

পথ কতটা হারালে তবে
বলব তাকে পথভ্রষ্ট,
কতটা সরব হলে জনপদ
বলব জনতা অশান্ত ?

 

Loading


Comments

জনতা অশান্ত — 3 Comments

  1. ধন্যবাদ। কবিতাটা ভালই লাগল। আরো লিখবেন।
    আমি বলতে চাই
    “হে বাঙ্গালী আর কতটা হজুগে হলে
    বলব তোমায় হজুগে বাঙ্গালী?”

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *