কেমন গেল সংলাপব্লগের ২০১৪?

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

যদিও নববর্ষে একই সূর্য উঠবে অতঃপর তার আপন ধারায় অস্তমিত হবে,  একই চন্দ্র রাতে রূপালী আলোয়ে উদ্ভাসিত হবে, অত:পর সেও অস্তমিত হবে, তারপর আসবে অমাবস্যা আর এভাবেই চলবে। মূলত, নববর্ষ বলে কোন বিশেষ দিন নেই -প্রকৃতির সব দিনই সমান। তবু বছরের শুরুটা যে মনে-প্রাণে কিছু আলোড়ন তোলে -এটা অস্বীকার করবেন কি ভাবে? সেই আলোড়নের পরশ ধারায় সংলাপব্লগের সকল সম্মানিত পাঠক, পাঠিকা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল নূতন বছরের অসংখ্য শুভেচ্ছা।

বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ যেভাবে গেল-বছরের কিছু সমীক্ষা করেন, তেমনি সংলাপ ব্লগও পিছনের দিকে কিছুটা তাকাতে পারে। গোটা বছরে অনেক ব্লগ-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ছিল রাজনীতি, সমাজ-দর্শন, ধর্ম, ধর্মতত্ত্ব, ইতিহাস ইত্যাদি অনেক ধরণের লেখা। এই লেখাগুলো বাংলাদেশি পাঠক পরিমণ্ডলে নিশ্চয় অনেক অবদান রেখেছে। ২০১৪ সালে সংলাপ ব্লগ ভিজিট হয়েছে ১১,০০০ হাজারের উর্দ্ধে। এটি নিশ্চয় পাঠক, লেখক এবং সংলাপ কর্তৃপক্ষের জন্য আনন্দ ও উৎসাহব্যঞ্জক।  আমরা আশা রাখব, নতুন বছরে সে সংখ্যা আরও বেড়িয়ে যাবে এবং আরও বেশি বেশি লেখা প্রকাশিত হবে। এ লক্ষ্য সামনে রেখে সবাইকে সালাম ও শুভেচ্ছা। শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ।

 

গত বছর সংলাপব্লগের বার্ষিক দর্শক সংখ্যা ছিল ১১০০০

 

সুত্র:  ওয়ার্ড প্রেস। 

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *