কালো বিড়াল

বিষধর কালনাগ বহুকাল কেঁদেকেটে একদিন রাতের বেলা
মা জননীর পা ছুঁয়ে ইঁদুর খাবার লোভে রেলের নরম গতিতে
বিছানা বিছিয়ে তার হয়ে গেলো রেলের কালো বিড়াল দুরন্ত দুর্বার
সাঙ্গ পাঙ্গ সব দেশ জুড়ে উড়ালো বিপ্লবী ঝান্ডা ।

আনাচে কানাচে পেতে ইঁদুর মারার কল খোলা রাখে দরোজা
মাঝরাতে চুপিচুপি ঘরে ঢোকে বস্তা বস্তা বিষটোপ ।

শেষতক একদিন ভোররাতে লুকোচুরি খেলতে খেলতে
রেলের কালো বিড়াল পটল তুললো রাজধানীর নামীদামী ভবনে
ঘরভরা বিষটোপ পেছনে ফেলে ছাই হয়ে মিশে গেলো মধ্যদুপুরে।

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.