ওষুধ দিব কত

সারা গায়ে ভাই ক্ষত
ওষুধ দিব কত
আর কত লিখব ভাই,
অসংগতি শত।

মাশুল বিনা করিডোর
টিপাই মুখে বাঁধ,
ভেস্তে গেল পদ্মা সেতু
তিস্তা মরণ ফাঁদ।

ভাড়া বিদ্যুৎ গলায় ফাঁস
ঝুলছে গলে জিন্দা লাশ
ভাই খুঁজছে ভাইয়ের লাশ
এরই মাঝে করছি বাস।

বললে কথা হামলা মামলা
হয়না তাতে উনিশ বিশ
চলছে নিধন প্রতিপক্ষ
গুম, হত্যা অহ-র্নিশ।

Loading


Comments

ওষুধ দিব কত — 3 Comments

  1. সুন্দর একটি কবিতা উপহার দিলেন! ধন্যবাদ আপনাকে।
    কথা হল:
    “ডুবেছে যে জাতি ব্যক্তি পুজায়
    আস্থা নাই তার অপন স্বত্তায়
    কি করে তাকে আনবে সঠিক রাস্তায়
    আসে কি সে চিন্তা কারো মাথায়?”

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *