উম্মাহ হয়না ভাগ

পুরো বিশ্ব জানি আমি
একটি মানচিত্র,
মহাকাশে আছে কতই
গ্রহ নক্ষত্র।

বিশ্ব ভরে আছে কত;
শত-কোটি মুসলমান,
এর গায়েতে লাগলে বাড়ি,
সাথেই কাঁদে ওর যে প্রান।

প্রানটি যার কাঁদেনি ভাই-
সেই তো বড় মোনাফেক,
তাদের দল খুবই ছোট
বিশ্ব একটু চইসা দেখ।

মানচিত্রে দেখছি আছে শত-
হাজার কালো রেখা,
এতে কি-ভাই; পর হয়ে যায়?
যাবেনা তাঁর মুখটি দেখা!

রক্তের চেয়ে শক্ত বাঁধন
মুসলিম উম্মা(হ)র ঐক্য,
সেটাই কাটতে কেউ যে করে
শত্রুর সাথে সখ্য।

আরাকানে চলছে মাতম
আশ্রয় খোঁজে তারা,
তাদের চিৎকার আর্তনাতে
কেঁপেই উঠছে ধরা।

ঐ কান্নাই শুনেনি আজি
আমার দেশের গুণী,
আমরা তবু কান পেতে রই
তাদের কান্না শুনি।

আমার ভাই উনুনেতে আজি-
হাত চেয়েছে উঠতে,
আমরা তাদের ঠেলেছি আবার-
সেই উনুনে জ্বলতে।

আমরা বল কেমন উম্মাহ?
কেমন মুসলমান!?
তাই তো আমরা অনেক হলেও
ওরাই নেয় যে জান।

আমার ভাই যে লিপ্ত থাকে
আরের দোষটি খুঁজতে,
তাইতো তারা আমায় জ্বালায়
উনুনে খই ভাঁজতে।

আমরা আজি ব্যাস্ত ভীষণ
ভীষণ কাজের চাপ,
বিভক্তিতে ছিটকে গেছে
উন্নয়নের ধাপ।

সময় এলো এক হও সব-
কেউ নয় পুত শুদ্ধ,
এসো থামাই মিথ্যার গেম
ভাত্রঘাতী যুদ্ধ।

সবাই এসো মিলাই আজি
ঈমান ভরা বুক,
সাথেই এসো কাজ করে যাই
কিনতে সবার সুখ।

একসাথে চলো সমাধান দেই
সকল ভায়ের দুঃখের,
একসাথে গড়ি ইমানের সৌ’ধ
জোয়ার আনবো সু’খের।

মুছবো জারজ(ইসরায়েল), মোদের গরজ-
কাশ্মীর হবে মুক্ত,
আরাকান হতে চেচনিয়াও
সুখেই হবে যুক্ত।

কেউ কাওকে গালি দেবেনা-
মেনে নেবো মতভেদ,
কেউ ধরবেনা ভাইকে মুছতে
সর্বনাশী মরন জেদ।

শত কোটি কোটি এক কিতাবি
মিলাবে যখন হাত,
বিশ্ব তখন আমাদেরি হবে
করবোই বাজি মাত।

সবাই ভাসবে হাসি-বন্যায়
ন্যায়ের হবে যে প্রতিষ্ঠা,
সকল দুখীর দুঃখ মুছতে
চলবে কোরানী প্রচেষ্টা।

দেখতে চাইনা আর কোনদিন
আমার ভায়ের কান্না,
সবাই মিলে সবার জন্য
আনব হাঁসি কিন্না।

দেখিয়ে যে দেব মানচিত্রের
বিভক্তি তো কিছু নয়,
হৃদয়ের মাঝে থাকলে সখ্য
সব কিছু হয় জয়।

মানচিত্রের কালো রেখায়
উম্মাহ হয়না ভাগ,
রোহিঙ্গা আজ সাহায্য চায়
বিশ্ব উম্মাহ জাগ।

উনুনেতে ঢালবো পানি
হবো তাদের সহায়,
রুখতে হবে শক্ত হাতে
রক্ত যারা বহায়।

আরাকানেরই কান্না আজি
হৃদয়েতে বাজে হায়,
সাগরে সাগরে বসত গড়েছে
একটু যে ঠাই চায়।

আমি যারে মোর বিপদেই স্মরি
সেও তো তারেই স্মরে,
আজি এই দিনে ঠাই দাও তারে
তোমারি ছোট্ট ঘরে।

১৫/০৬/২০১২

Loading


Comments

উম্মাহ হয়না ভাগ — 8 Comments

  1. ভাল লেগেছে আপনার কবিতাটা। মুসলিম উম্মার প্রতি বিশেষ করে মজলুম মানুষের জন্য একজন মুমিনের মনের টান এভাবেই থাকা উচিত। আরো আসুক।

  2. ভাই সালাম, অনেক লম্বা কবিতা লিখেছেন। ভাল লাগা জানিয়ে গেলাম। আপনি চেষ্টা করবেন এই ব্লগের অন্য লেখকদের লিখায় আপনার ভাল লাগা মন্দ লাগা জানিয়ে দেবার। ধন্যবাদ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *