আমরা কি মালালা নই?

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

অবরুদ্ধ গাজা শহরে

ধ্বংসস্তুউপের ভিতরে——–

সীমাহীন অন্ধকারে ———-

ক্ষুধার জ্বালা অনাহার থেকে——–

বন্দী হয়ে আছি হায়েনাদের থাবার নিচে——!

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

বার বার গোটা নগর——

হয়ে উঠে কারবালা প্রান্তর!!!

শুধু এক বিন্দু পানির জন্য হাহাকার—–

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

এখানে এখন খাদ্যের চরম হাহাকার !!!!!——

যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য হয়না আর——-

তখন চোরা পথে——-

সুরঙ্গ খুঁড়ে নিয়ে আসতে হচ্ছে খাবার!!!!

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

ঔষধ আর চিকিৎসার অভাবে——-

আমরা কত শত মালালা- মারা যাই প্রতিরাতে,——–

দাফনের সাথে বাবা মা’র চোখের শুকনা জল

ছাড়া—– কিছু নাই যে—– তাদের দেবার!!!!!

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

এখানে মৃত্যু নামে আসে সর্বত্র ——

মৃত্যু নেমে আসে যখন তখন!!!!

যেমন বৃষ্টি নামে তোমাদের দেশে———

মৃত্যু নেমে হাসপাতালে,রোগীদের মাঝে——-

মৃত্যু নেমে অবুঝ বালকদের মাঝে- পাঠরত স্কুলে——–

সে সব মৃত্যু বাচ বিচার করেনা ——-

গবাদি পশু——–কিংবা কে শিশু ,কে বৃদ্ধ কিংবা কে বা কিশোর!!!

প্রতি পলে, প্রতিক্ষণে এখানে মৃত্যু নেমে আসে———-

শিশু বৃদ্ধ বা রুগ্নকে রক্ষার মত কোন যায়গাও নেই এখানে!!!!

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

এগুলো কি গণহত্যা নয় ??

এগুলো কি ধ্বংসযজ্ঞ-নয় ?

এগুলো কি অন্যায় খুন নয় ?

এগুলো কি পাপপূর্ণ মানবতা বিরোধী অপরাধ নয়?

এগুলো কি হিটলারের মত নিষ্ঠুর প্রক্রিয়া নয় ?

এগুলো কি দানবিক কাজ নয় ?

এগুলো কি কাপুরুষোচিত পন্থা নয়?

এ হলো হচ্ছে তোমাদের ক্ষমতাবান বিশ্ব রাজনীতির, আসল নোংরা চেহারা নয় ?

এগুলো কি রহস্যপূর্ণ ঘটনা নয় ?

এগুলো কি কূটনীতির কূটকৌশল নয় ?

এগুলো কি মানবতার দীর্ঘ কলঙ্ক নয় ?

এগুলো কি বিশ্বাসঘাতকতা নয় ?

এগুলো কি চরম মিথ্যাচার নয় ?

এই সব কি অবিশ্বাস্য ঘটনা নয় ?

এই সব কি —তোমাদের মত একদল বেঈমানদের

দ্বি-মুখী নীতির বহিঃপ্রকাশ নয়?

ন্যায় বিচার না পাওয়ায় প্রতিক্রিয়ার কারণে তাদের কেউ নিহত হলে —– তারা হয় সন্ত্রাসের শিকার

তাদের জীজ্ঞাংসায় আমারা বেশুমার নিহত হলে –যুদ্ধকালীন দুর্ঘটনা মাত্র!!

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

দীর্ঘ ৬৪ বছর ধরে মৃত্যু নেমে আসে বারে বারে সর্বত্র——-

এমন সময়ও আসে——-

যখন থাকেনা আমাদের- নামাজ পড়ার স্থান।

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

এই হত্যাযজ্ঞ , কেউ কেউ দূর থেকে দেখে!!!!——–

কিছু মানুষ, আনন্দে সমুদ্র সৈকতে উদ্দাম নাচ নাচে——-

কিছু মানুষ, সুখ পেয়ে— আনন্দ উল্লাস করে ——

কিন্তু কেউ আবার বলে ——––না!

বন্ধ কর এই গণহত্যা———-

বন্ধ কর নির্যাতন——-

কিন্তু শুধু তোমাদের মত মানবতাবাদীদের কাছ থেকে–কিছুই শুনতে পাওয়া যাচ্ছেনা—–

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

এখন তো আমাদের কিছুই নেই——–

কিন্তু আছে ব্যথা—–

আছে অসুস্থতা———

আছে প্রত্যহ————–

বিষণ্ণতা———————-
আর আছে মরে গিয়ে প্রতিশোধ নেবার স্পৃহা!!

সত্যি করে বলো হে মানবতাবাদী ???????????????????

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ?

গাজার শিশু ও জনগণ ————————

তোমাকে আকুল আবেদন জানাচ্ছে——————————।

ও পৃথিবী মানুষ! ও মানবতাবাদীর দল ! আমরা মারা যাচ্ছি—————————

ক্রমাগত —-অবরোদ্ধতার —কারণে———।।

গাজায় ——– এখনও—–

দিনে দিনে বাড়ছে মানবিক সংকট——————-

এখানে

বাহির থেকে খাদ্য —–

পানি ——–

ঔষধ————–

প্রবেশের আছে—- চরম নিষেধাজ্ঞা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বন্ধু——–

আমরা কি মালালা নই?

আমাদেরকে মালালা বলে ভাবতে পারো না তোমরা ??????????????????????????????????

Loading

মুনিম সিদ্দিকী

About মুনিম সিদ্দিকী

ব্লগে দেখছি অন্য সহ ব্লগাররা তাদের আত্মপরিচয় তুলে ধরেছেন নিজ নিজ ব্লগে! কুঁজো লোকের যেমন চিৎ হয়ে শোয়ার ইচ্ছা জাগে তেমন করে আমারও ইচ্ছা জাগে আমি আমার আত্মপরিচয় তুলে ধরি! কিন্তু সত্য যে কথা তা হচ্ছে শুধু জন্মদাতা পিতা কর্তৃক আমার নাম আর পরিবারের পদবী ছাড়া আমার পরিচয় দেবার মত কিছু নেই! আমি এক বন্ধ্যা মাটি যেখানে কোন চাষবাস হয় নাই। যাক আমি একটি গান শুনিয়ে আত্মপ্রতারণা বর্ণনা শেষ করছি- কত শহর বন্দরও পেরিয়ে চলেছি অজানা পথে - কালেরও নিঠুর টানে- আমার চলার শেষ কোন সাগরে তা তো জানা নাই! ধন্যবাদ।

Comments

আমরা কি মালালা নই? — 7 Comments

  1. হায়রে মানুষ! বিশ্ব বিবেক!
    আর কত কাল থাকবে ঘুমে?

    ভাই অশেষ ধন্যবাদ মুজলুমদের পক্ষে কথা বলার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুন।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *