বিজয় ফন্টে টাইপ করা লিখা কিভাবে পোষ্ট করা যায়?

নির্দেশাবলী:
১. ওয়ার্ড প্যাডের মাধ্যমে একটি বিজয়ে লিখা বাংলা ডকুমেন্ট ওপেন করুন। সরাসরি MS Word এ সে ডকুমেন্ট খুলবেন না তাহলে শব্দ ভেঙ্গে যাবে যখন আপনি কপি করবেন। তা করার জন্য বিজয়ে লিখা ওয়ার্ড ডকুমেন্টে রাইট ক্লিক করুন, ‘ওপেন উইথ’ সিলেক্ট করুন..এবং মেনু থেকে ‘ওয়ার্ড প্যাড’-এ ক্লিক করুন। ২. আপনার ডকুমেন্ট থেকে বাংলা টেক্সগুলি সিলেক্ট করে কপি করুন এবং নিচের বক্সে পেষ্ট করুন ৩. ক্লিক করুন এই বাটনে “Convert and display in Unicode”। কয়েক মূহুর্ত পরেই কনভার্টেড টেক্সটগুলি আপনার কাছে দৃশ্যমান হবে। ৪. পেজটি সেভ করুন। এখান থেকে কপি-পেষ্ট করে টেক্সগুলি পরবর্তীতে আপনার ব্লগ পোষ্টে ব্যবহার করতে পারবেন।

[advanced_iframe securitykey=”da39a3ee5e6b4b0d3255bfef95601890afd80709″ src=http://thpbd.org/bangla/v3.0/index.html]

২য় অপশান: এই লিংক থেকে “রাইট বাংলা অফলাইন প্যাড” বাংলা লিখার স্ফটওয়ার আপনার কম্পিউটারে ইনষ্টাল করে নিলে চারটি কীবোর্ড। ১। অভ্র ফোনেটিক ২। ফোনেটিক ৩। প্রভাত ৪। ইউনিজয় পাবেন। তখন আপনার ইচ্ছামত যে কোন একটি কীবোর্ড লেআউট ব্যবহার করতে পারেন।

 

Loading


Comments

বিজয় ফন্টে টাইপ করা লিখা কিভাবে পোষ্ট করা যায়? — 2 Comments

  1. যুদ্দ াপরাধীদের বাচানোর জন‌্য আর কত চেষ্টা ? {hihihi}

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *