লিখা কিভাবে পোস্ট করবেন?

প্রথমে আপনাকে সংলাপব্লগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করুন। তখন ড্যাসবোর্ড পেইজ দেখতে পাবেন।

ডান পাশের মেনু লিস্ট থেকে এড নিউ ক্লিক করলে পোস্ট লিখার পেইজ আসবে।

এবার লিখার একটা আকর্ষণীয় শিরোনাম দিয়ে লিখতে থাকুন বা আগের লিখা কপি করে পেস্ট করুন। লেখা শেষ হলে ডান দিকে সেইভ ড্রাফট বাটনে চাপ দিন। এবার প্রিভিউ বাটনে চাপ দিয়ে লিখাটা কেমন দেখাবে দেখতে পারবেন। যদি সবকিছু সন্তোষজনক মনে হয় তাহলে প্রিভিউ পেজ বন্ধ করে ডানদিকে পাবলিশ বাটনে চাপ দিলে অপনার লিখা ব্লগে প্রকাশ হয়ে যাবে।

কম্পিউটার থেকে ছবি যুক্ত করতে অন্য পেইজে নিয়ে যাবে

সেখানে  Select File বাটনে চাপ দিলে কম্পিউটার থেকে আপনার পছন্দ করা ছবিটা আপলোড হয়ে যাবার পর সেই পেইজের নিচে গিয়ে Insert into post সিলেক্ট করলে ছবি পোস্টে চলে যাবে এবং তখন update বাটনে চাপ দিলে পোস্টে যে পরিবর্তন করলেন তা সেইভ হয়ে যাবে।

বি:দ্র: যদি একান্ত অপলোড করতে অসুবিদা হয় তা হলে আপনার লিখা রচনা আমাদেরকে ইমেইল করে দিলে আমরা আপনার পক্ষ থেকে তা পোষ্ট করে দিতে পারব তবে আপনাকে আগে সদস্য হিসাবে রেজিষ্ট্রি হতে হবে।

ইমেইল : [email protected]


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *