কোরআন পাঠের সহজ শিক্ষা

যারা অল্প সময়ে কোরআন পড়া শিখতে চান তাদের জন্য এ প্রচেষ্টা।  আশা করি আপনাদের মতামত বা ফিডব্যক দিয়ে এ নিবন্ধটিকে কিভাবে আরো উন্নত ও প্রাণবন্ত করা যায় সে পরামর্শ দিতে আমাদেরকে ইমেইল করতে পারেন নিচের ঠিকানায় কিংবা মন্তব্যের কলামে লিখতে পারেন।
[email protected] 

কোরআন শিখতে তিনটি কাজ করতে হবে:

প্রথম কাজ
Arabic Firts Step

আর এ প্রথম কাজের তিনটি ধাপ:

ক) সেই অক্ষরসমূহের সঠিক নাম জানা –
খ) সঠিক উচ্চারণ শিখা
গ) পার্থক্য জেনে নেয়া

আরবী অক্ষর মোট ২৮টি এবং পড়তে হয় ডান থেকে বাম দিকে।

Shown below are the basic forms of the letters.

table of the Arabic alphabet
  • এ সব কয়টি অক্ষর হচ্ছে  ব্যঁজনবর্ণের  ( consonants) তবে এ থেকে তিনটি অক্ষর দীর্ঘ স্বরবর্ণের জন্য ব্যবহৃত হয় সে সম্পর্কে পরে আলোচনা করা যাবে।

এবার শুরু করেন পড়া: এখানে প্রতিটি অক্ষরের সাথে উন ব্যবহার করা হয়েছে ছন্দ মিলাতে আপনি উন্‌ ছাড়াও শিখতে পারেন।

 

 

এবার অনুশীলন করতে নিজে পড়ুন নিচের ছবি থেকে

Arabic letters

রিলাক্স মুডে উচ্চারণ আরেক বার শুনতে চাইলে এ ভিডিওটি শুনতে পারেন

তাহলে এতক্ষনে আমরা অক্ষরসমূহের নাম ও উচ্চারণ শিখলাম।

এবার আকৃতিতে কাছাকাছি ও  পার্থক্যের ব্যপারে আলাপ করা যায়।

Same type letters

নোক্তাযুক্ত বা ফোটাযুক্ত অক্ষর শিখেন।
Letter with dots same type letters

আরবীতে যখন কোন বাক্য লিখা হয় বা অন্য কোন অক্ষরের সাথে যুক্ত হয় তখন নোক্তাযুক্ত অক্ষর যেভাবে লিখা হয় তা নিচে দেখুন ।
Letter with dots in differnt way

আর নোক্তা ছাড়া অক্ষরসমূহ হচ্ছে:

Letter without dots

Appearance difference

 এবার শূন্য স্থান পুরন করুন:
Fillup blank
 আপনি যদি উপরের শূন্য স্থান শুদ্ধ করে পুরন করতে পারেন তা হলে বলা যায় কোরান পড়ার অর্ধেক কাজ সমাপ্ত করে ফেলেছেন! অভিনন্দন!
 নোট:
পিস্‌ টিভি বাংলার উপস্থাপক শায়খ সাইফুদ্দিন বেলালের মতে কেঊ যদি ২৮টি  ব্যঁজনবর্ণের নাম, তাদের সঠিক উচ্চারণ এবং আক্ষর সমূহের পার্থক্য জেনে নিতে পারেন তাহলে তার পক্ষে কোরআন পড়া শিখার ৫০% কাজ হয়ে গিয়েছে।
তবে এতক্ষনে যা শিখলেন তার অনুশীলন করতে হবে আপনার নিজের প্রচেষ্টা ও সময় দিয়ে যাতে সত্যি্ আরবী শিখার অর্ধেক কাজ শেষ করতে সফলকাম হন।
নিচের ভিডিওটা আপনাকে সাহায্য করবে এখানে আরবী লিখাও শিখতে পারবেন।

 

এবার অগ্রসর হওয়া যাক্‌ ২য় কাজে
Next Gif button

( এ  নিবন্ধটি  প্রকাশে  ইন্টারনেটে পোষ্ট করা যাদের  ভিডিও ও লিখা র  সাহায্য নেয়া হয়েছে তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও  আন্তরিক কৃতজ্ঞতা )

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *