23 জন পড়েছেন
আমরা এই সমাজে ইয়াহুদী, নাসারা, হিন্দু, বৌদ্ধ সকল মানুষ নিয়ে বাস করি: একে অন্যের সেবা দেই, সেবা নেই, পড়াই বা পাঠ গ্রহণ করি। সবাই আমাদের মত মানুষ — সবাই স্রষ্টার সৃষ্টি। আমরা অতীতের হিংসা-বিদ্বেষে নেই। আমরা সবার জন্য দোয়া করি – জীবনে মরণে।
আজ আমাদেরকে বৈষম্য বর্জনের সাহস দেখাতে হবে। একালের কোন মানুষ কোন সুদূর অতীতের জন্য নিগৃহীত হতে পারে না। মানুষে মানুষে সাম্য ও প্রাণীকূলের প্রতি ভালবাসাতেই সকলের শান্তি নিহিত।
গতকাল আমাদের এই দেশে (ব্রিটেনে) ১,৩২৫ জন লোক করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সবাইকে শান্তি দান করুন। তাদের পরিবারকে শান্তি দিন, ধৈর্য্য দিন। আমিন।
এই ধারায় অন্যান্য ছোট ছোট ব্লগ:
প্রোটো ধর্ম ও প্রাতিষ্ঠানিক ধর্ম
ইসলাম বিদ্বেষ ও ইসলাম সমালোচনা
Facebook Comments
23 জন পড়েছেন