ইউজার প্রোফাইলে ফটো সংযোগ

প্রোফাইলে ফটো সংযোগ করার দুটা পদ্ধতি আছে।

১) আপনাকে সাইন-আপ করতে হবে গ্রাভাটার ডটকমে A Globally Recognized Avatar এবং যে ইমেইল ঠিকানা দিয়ে সংলাপে রেজিস্ট্রেশন করেছেন তা ব্যবহার করতে হবে। তারপর সেখানে আপনার ফটো আপলোড করলেই অটোম্যাটিক্যালি আপনার ছবি সংলাপব্লগে এসে যাবে।যারা গোপন বা ছদ্ম নামের নিক ব্যবহার করতে চান না তদের জন্য প্রথম পদ্ধতি উত্তম।

২) যারা উপরোক্ত পন্থা অবলম্বন করতে চান না তারা সরাসরি সংলাপ ব্লগে ইমেজ আপলোড  করতে পারেন এজন্য কিছু অতিরিক্ত কাজ করতে হবে।

প্রথমে add new post খুলে সে পেইজের ডান পাশে নিচে Set Feature Image এ ক্লিক করে কম্পিউটার থেকে  ইমেজ সংলাপব্লগে আপলোড করেন।
তারপর সংলাপ মিডিয়া লাইব্রেরি থেকে আপনার  ইমেজের ডান দিকে Show বাটনে চাপ দিলে ইমেজের বর্ণনা পেইজ আসবে সেথায় Link url থেকে লিংক কপি করে

 

 

 

 

তারপর আপনার প্রোফাইল পেইজে যান সেখানে এডিট ইউজার প্রোফাইল পেইজে যেখানে Photo link দেয়ার বক্স আছে তাতে পেইষ্ট করুন এবং  নিচে Update Profile বাটনে চাপ দিন। ব্যস এখন সে ফটো আপনার প্রোফাইলে সংযোগ হয়ে যাবে!

 

Loading


Comments

ইউজার প্রোফাইলে ফটো সংযোগ — 1 Comment

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *