মাফিয়ার বাপ

স্বপ্ন দেখে কি আর হবে স্বপ্নতো স্বপ্নই থেকে, যায় ফল ধরে না

আকাশে ঝুলে রূপালী চাঁদ – মাটিতে নামে না

মেঘের আড়ালে হারিয়ে যায় মাফিয়ার বাপ

স্বপ্ন দেখে কি আর হবে?

 

গরিব মানুষের এই এক দোষ যখন তখন স্বপ্ন দেখেঃ

তারা ভরা আকাশ জোসনাময় পৃথিবী আলোয় ঝলমল লাল পরী নীল পরী

মায়া মায়া চোখ ধনীর দুলালী তার ছলাৎ ছলাৎ যৌবন বাঁকা চাহনী

জান পেহচান ইশারা । নিজেকে দেখেঃ

কখনো উজির কখনো রাজা আবার কখনো বা সিনেমার দুর্ধর্ষ হিরো

নিশ্চিহৃ করে যে অপরাধী চক্র ।

 

গরিব মানুষের স্বপ্ন

স্বপ্নই থেকে যায় পুরণ হয় না মাফিয়ার বাপ

বেহুদা স্বপ্ন দেখে কি লাভ বলো?

 

স্বপ্ন দেখেছিলে তুমি তোমার বড় ছেলে হবে ইঞ্জিনিয়ার

পাঁজেরো গাড়িতে মাটি কাঁপিয়ে ফিরবে ঘরে । অথচ দেখো

তোমার সে ছেলে এখন সাইকেল মেকার

সারা গায়ে কালি ঝুলি মেখে ভাঙ্গা সাইকেল চালিয়ে মধ্য রাতে বাড়ি ফিরে ।

 

কত আর স্বপ্ন দেখবে মাফিয়ার বাপ বেহুদা স্বপ্ন? স্বপ্ন দেখেছিলে তুমি

তোমার ছোট ছেলে ডাক্তার হবে সারা গ্রাম ধন্য ধন্য বলে সালাম ঠুকবে তোমায়

স্বপ্নের ফানুস উড়িয়ে তুমি হয়েছিল আত্মহারা । অথচ দেখো

তোমার সে ছেলে এখন ফুটপাতে দাঁড়িয়ে বনাজী অষুদ বেচে ।

 

মাফিয়ার বাপ হাভাতে সংসার তোমার নুন আনতে পান্তা পুরায়

তবু জেনে শুনে কেনো স্বপ্ন দেখো বেহুদা স্বপ্ন

করজোরে আবেদন, বন্ধ করো এই স্বপ্ন্ দেখা

গরিবের স্বপ্ন রঙিন ফানুস, এক খোঁচাতেই ফুট্টুস ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.