ফেইসবুক ব্যবহারের বিকল্প রাস্তা

কোন দেশে ফেইসবুক সরকারিভাবে নিষিদ্ধ হলেও বিকল্প পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করা যায়। আপনার ব্রাউজারের ও অ্যাপসের মাধ্যমে বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
অ্যান্ড্রয়েড সিস্টেমে কিভাবে ব্যবহার করবেন:
আপনার মোবাইল ফোনে ইন্টারনেট থেকে OperaMini  বা UC ব্রাউজার দিয়ে সরাসরি ফেসবুক ব্যবহার করতে পারবেন।

অথবা নীচের পদ্ধতিও অবলম্বন করতে পারেন।
অ্যান্ড্রয়েডে ফেসবুক, ভাইবার সহ সকল নিষিদ্ধ অ্যাপস ব্যবহার করতে গুগল প্লেষ্টোর থেকে SuperVPN অ্যাপসটি ইন্সটল করে কানেক্ট করে নিন। আর নিশ্চিন্তে ব্যবহার করুন ফেসবুক, ভাইবার, হোয়াটঅ্যাপস সহ সবকিছু। অ্যাপসটি আপনাকে ২০দিনের জন্য ট্রায়াল ভার্সন হিসেবে ব্যবহার করতে দিবে এবং ২০দিন পর থেকে প্রতি সেশনে ৬০মিনিট করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ৬০মিনিট পরপর আপনাকে রি-কানেক্ট করতে হবে।

কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন:
এজন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে একটি এডঅন ইনষ্টল করে নিতে হবে। এডঅনটি সরাসরি ইনষ্টল করুন এখান থেকে- Install Chrome Proxy Addon
কিছুক্ষণ অপেক্ষা করুন। ইনষ্টল হওয়া শেষ হলে আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন। এডঅনটি কানেক্ট করুন। এবার ইচ্ছেমত ফেসবুক ব্যবহার করুন।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

Loading

উড়ন্ত পাখি

About উড়ন্ত পাখি

আমি কোন লেখক বা সাংবাদিক নই। অর্ন্তজালে ঘুরে বেড়াই আর যখন যা ভাল লাগে তা সবার সাথে শেয়ার করতে চাই।

Comments are closed.