পাপ ভীতি

যেথা পাপের গন্ধ পাই
সজাগ হয়ে যাই,
যখনই পাপ ছুঁতে চায়
মনকে দৃঢ় বানাই,
সদা ভয়ে ভয়ে থাকি
নিজেকে প্রবোধ দেই,
শেষে পাপের সাগরে ভেসে
পরকালই না হারাই,
তাই পাপ কাছে এলে
নিজেকে গুটিয়ে নেই,
পাপ হতে বাঁচার তরে
সুদূরে ছুটে পালাই,
প্রভূর কাছে প্রার্থনা করি
তাঁরই সাহায্য চাই।

Comments are closed.