নষ্টা রমণী

পর্দা উঠলেই দেখা যাবে এক নষ্টা রমণী

খেলায় মাতোয়ারা

দেহের ভাঁজে ভাঁজে ছন্দের ঊঠানামা জলসানো যৌবন

চোখের কার্ণিশে কামোনার বহ্নিশিখা

হৃদয় ছুঁয়ে যায় ।

 

পর্দা উঠলেই দেখা যাবে নিপোশাক রমণীর সবকিছু

কাংখিত শান্তি লোভনীয় উপকরণ স্তরে স্তরে সাজানো

বিষাক্ত বারুদ চকচকে পিস্তল হাত ছানি দেয় ।  

 

কাজল টানা চোখ এই রমণী হরপুন মৌলা

কখোনো বধু হয়ে আবার কখোনো বা মাতা হয়ে

একাকী সাতরায় বেহাল সাগরে ইচ্ছায় অনিচ্ছায়

ঘুর্ণি হাওয়ার আসর বসায় ।  

 

জীবনের তাগিদে এই নষ্টা রমণী কেবোলি নষ্ট হয়

নষ্ট পুরুষের ভয়াল আলিংগনে । নষ্টা রমণীর

ধুমায়িত বাগানে নষ্ট পুরুষ নকশা আঁকে বেলা অবেলা

নানাবিধ রক্ত মিলে মিশে একাকার জন্ম দেয়

নাস্তিক মানব ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *