তুমি রঙ্গিলা যাদুকর

কতোদিন খুঁজেছি তোমায় ভালোবাসার সবুজ বৃত্তে
কতো রাত কেটেছে ব্যাকুল তোমার পথ পানে চাহিয়া
কতো দিবস রজনী আমি করেছি গোসল
দুই নয়নের তপ্ত জলে নূরের কারিগর
এলে না তুমি আমার ঘরে, আমি পেলাম না তোমার
মায়াময় নূরের ঝলক ।

জীবন পথের আঁকে বাঁকে কতোকাল ডেকেছি তোমায়
শুন্যে তুলে জীর্ণ দুই হাত সোনা বন্ধু আমার
লাল পতাকা উড়িয়ে তুমি সরে গেছো দূরে, বহু দূরে
লুকিয়ে লুকিয়ে লুকোচুরি খেলেছো অবিরাম
এই রঙ্গের ভূবনে তুমি রঙ্গিলা যাদুকর ।

কবিতার চরণে চরণে কতোকাল ডেকেছি তোমায়
বাতাসে উড়িয়ে হাহাকার প্রিয়তম তুমি দাওনি সাড়া
ঘুমের উছিলায় বেহুঁস কেটেছে সময় ।

আমার সাধের খেলাঘর উড়ে গেলো পূবালী বাতাসে
নূরের আলোয় ঝড় তুলে তুমিতো এলে না সখা, তুমিতো এলে না ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.