কাসেমের মা

কলেজ থেকে
কাসেম আর গেলো না ফিরে তার ছোট্ট গাঁয়ে ।

কলেজ থেকে রাজপথ, রাজপথে মিছিল
মিছিলে মিছিলে ঠাঁই পেলো সে রাজার জেলে ।

কাসেম আর গেলো না ফিরে তার ছোট্ট গাঁয়ে
কাসেমের মা কেঁদে কেঁদে হয়রান আকুল ব্যাকুল ।

একদিন সকাল দশটা কাসেম এলো গঞ্জের কলেজে
কলেজ থেকে রাজপথ, রাজপথে মিছিল
বেলা গেলো রাত গেলো কাসেম আর গেলো না ফিরে
তার ছোট্ট গাঁয়ে ।

দিন যায় রাত যায় মাস যায় বছর যায়
কাসেমের মা কেঁদে কেঁদে মরুভূমি
চোখে মুখে তার রক্ত বন্যা ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.