‘এখনই সময়’

মুক্তিসেনাদের বিজিত সীমানায়
চার যুগের দ্বার-দেশে এসে
আর হাহাকার নয়,
শান্তিপ্রিয় জনতা চায়
সততা, ধৈর্য, দৃঢ়তার সাথে
সাহসী শক্ত হাতে
দুমড়ে, মুচড়ে, উপড়ে ফেল
যত অসৎ আস্তানাগুলো।

ফাগুনের রক্তঝরা আঙ্গিনায়
আর হিংসা-বিবাদ নয়,
কাঠফাটা খরার পর
বৃষ্টিস্নাত নব সজীবতায়
গণতন্ত্রের আবীর মাখা
শান্তির বীজ বপনের
মৌসুমী হাওয়া বয়।

এখনই সময়,
যোগ্য নেতাদের চিনে
মজলুম জনতা জাগো
বিবেক শাণিত কর
সৎ নেতৃত্বের চেতনায়।
স্বাধীনতার সুফল ভোগের
শোষিতের হক আদায়ের
বাস্তব সমাধান চাই
ঘরে-বাইরে সব জায়গায়।

 

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *