আমি কৃষক সমাজের লোক

আমি কৃষক সমাজের লোক বংশ পরম্পরায়
যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস ।
আমাদের রক্তে চাপা আগুন বিদ্রোহের বিপক্ষে অবস্থান
চিরকাল নিরবে জ্বলে, জ্বলে জ্বলে ছাই হয় ।

শস্য ও মাটি নিয়ে আমাদের সময় কাটে
আমরা ভ্রুণকে লালন করি
ফলবতী বৃক্ষের গোড়ায় জল ঢেলে
খুলে রাখি ভালোবাসার আগার ।

আমরা মাটিকে ভালোবাসি, মাটি আমাদের প্রাণ
এ মাটিতে খাদ নেই, এ মাটি মীর জাফর নয়
আমার রক্ত এ মাটির ফসল ।

ইটের কবর থেকে বেরিয়ে এসো আমার হাত ধরে টগবগে তরুন
এ মাটির বুকে গড়ে দেবো উলু খাগড়ার দোচালা ঘর
মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেবে সিনা টান করে ।

এ মাটি মীর জাফর নয়
আমার রক্ত এ মাটির ফসল ।

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.