আবোল তাবোল-০৪ / মফিজুল ইসলাম খান

নগরবাসী পরবাসী

মারছে পেটে কিল

ভূমি চোরা করছে চুরি

জলাশয় আর বিল।

 

রাস্তা ঘাটে জল থইথই

অফিস টফিস খালি

বিদ্যালয়ে সাঁতার কাটে

ফুল বাগানের মালি।

 
সদর রোডে গাড়ি টাড়ি

গোছল করে সুখে

শাসন শোষণ থমকে যায়

কুকুর মরার দুখে।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments

আবোল তাবোল-০৪ / মফিজুল ইসলাম খান — 2 Comments

  1. মুনিম ভাই
    অনেক ধন্যবাদ। আপনার পাঠানো মেসেজ আমি পড়েছি। জবাব দেয়ারও চেষ্টা করেছি। কিন্তু মেইল নিচ্ছে না। বলছে-ই-মেইল এড্রেস সঠিক নয়। যা হোক। আমার মোবাইল নম্বর-
    ০১৯১২৪৯১১৫৩ । ভালো থাকবেন।

  2. চমৎকার !!! চমৎকার!!

    আপনার সাথে যোগাযোগ করার দরকার ছিল। আপনার ইমেইলে যোগাযোগ করেছিলাম কিন্তু কোন জবাব পাই নাই ভাই। যদি অসুবিধা না থাকে তবে ইমেল চেক করে দেখুন। ধন্যবাদ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *