২য় কাজ

 

২য় কাজ হল2nd task

ছয়টি স্ববর্ণের মাঝে  তিনটি হ্রস স্ববর্ণ (Short Vowels) আর তিনটি দীর্ঘ স্ববর্ণ (long vowels)

তিনটি হ্রস স্বরবর্ণ হচ্ছে

ক)  ফাতাহ্
খ)  কাছ্ রা
গ)  দাম্মা

হ্রস স্বরবর্ণ থাকলে মাত্র এক মাত্রা লম্ভা করে পড়তে হয়।

নিচে ছবিতে ফাতাহ, কাছ্‌রা ও দাম্মা দেয়া হয়েছে।

There are 3 short vowels in Arabic, called fatHa, Damma and kasra.

They are written above or below the consonants they follow..

Short vowels: kasra Short vowels: Damma Short vowels: fatha
kasraListen: kasra DammaListen: Damma fatHaListen: fatHa

 

ক)  ফাতাহ্

বাংলা আ-কার দিয়ে যে উচ্চারণ করা হয় আরবীতে ফাতাহ্‌ সে কাজ করে। নিচে উদাহরণ দেয়া হল:Bangla Akar and Fatha

 

খ)  কাছ্ রা

বাংলা ” ই-কার” দিয়ে  যে উচ্চারণ কাছ্‌রা দিয়ে আরবীতে সে উচ্চারণ করা হয়। উদাহরণ:

Kasrah bangla e akar

 

গ)  দাম্মা

বাংলা উ-কার দিয়ে য উচ্চারণ আরবীতে দাম্মা দিয়ে সে উচ্চারণ করা হয়।

Excercise for U-kar

 

এখন  এই তিনটি স্বরবর্ণের উচ্চারণ একসাথে শুনতে পাবেন নিচের  ভিডিওটিতে। অর্থাৎ ব্যঞ্জনবর্ণের সাথে  ফাতাহ, দাম্মা ও কাছ্‌রা ব্যবহারে  উচ্চারণ কি হয়?

 

তিনটি দীর্ঘ স্বরবর্ণ

এবার দীর্ঘ স্বরবর্ণ কি তা জানা দরকার।  এই তিনটি দীর্ঘ স্বরবর্ণ  হচ্ছে মা’দের আলিফ, ইয়া এবং ওয়াও

3 long Vowels

এখানে একটা কথা বলা দরকার আমাদের বাংলাতে ই-কারের – ঈ-কার, উ-কারের  ঊ-কার আছে কিন্তু আকারের দীর্ঘ – আকার নাই কিন্তু আরবীতে আকারেরও দীর্ঘ – আকার আছে।

Arabic short and log Vowel

 

ফাতাহ্‌ ত্ববিলাহ বা দীর্ঘ- আকার হবার নিয়ম হল যদি অক্ষরের পরে একটি মা’দের আলিফ থাকে তা হলে ওটা আরবী দীর্ঘ-আকার করে পড়তে হবে। নিয়ম হল সাধারনত দুই আলিফ লম্ভা টেনে পড়তে হয়। তবে যখন কোরআন পড়তে যাবেন তখন কোন বিশেষ বাক্যে এই টেনে পড়াকে আরো দীর্ঘ করে পড়তে হয়। তা পরে জানতে পারবেন।

Long vowel example with A-Kar

 

Long vowel example with E-KarLong vowel example with U-Kar

এখন দেখা যাক ৩য় কাজটি কি?

৩য় কাজ হল তিনটি স্বরধনি শিখা তবে তা জানার আগে উপরের আলোচনায় যা শিখা হল তা পাকাপুক্ত করতে একটু অনুশীলন করা দরকার।
এখানে ক্লিক করুন।
Next Gif button